বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

মোরাতার গোলে অ্যাতলেটিকোর জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

২-০ গোলের জয় দিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেলো অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে লিগের শীর্ষ দল বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছেতারা। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট যেখানে ৬০। সমান সংখ্যক ম্যাচে অ্যাতলেটিকোর পয়েন্ট  এখন ৫৩।

রোববার রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। খেলায় দুটি গোলই করেছেন আলভারো মোরাতা।

এদিন অ্যাতলেটিকোর দুইটি গোলই হয় ম্যাচের প্রধমার্ধে। এদিকে কোকে লাল কার্ড দেখলে ম্যাচের প্রায় ৩০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় অতিথিদের। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়েও ফলাফলে কোন পরিবর্তন আনতে পারেনি স্বাগতিকরা।

 

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল আসে। কর্নার থেকে আসা বল প্রতিপক্ষের জালে জড়ান মোরাতা। তার ৩ মিনিট পরই কোকের ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন চেলসি থেকে ধারে খেলতে আসা এই স্প্যানিশ ফরোয়ার্ড।

এদিকে প্রথমার্ধে হলুদ কার্ড দেখা কোকে ম্যাচের ৬২ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড।এর ফলে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। 

ফলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্ত এর পরও তোদের বিপক্ষে কোন গোল আদায় করতে পারেনি সোসিয়েদাদ।