বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আবারো এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

২০১০ সালে প্রথবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। কিন্তু গেল বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ১৮তম আসরে বাদ দেওয়া হয়েছিল ক্রিকেটকে। 

কারণ হিসেবে বলা হয়, আয়োজক দেশের অবকাঠামো সমস্যা। সেই সাথে ছিল ক্রিকেটের প্রভাবশালী দেশ ভারতের অনাগ্রহ।

সুখবর হলো এশিয়ান গেমসে আবারো ফিরছে ক্রিকেট। ২০২২ সালে চীনের হাংঝৌতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের পরবর্তী আসরে ক্রিকেট আবারো অন্তর্ভুক্ত করা হল। ব্যাঙ্ককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভায় এই সিদ্ধান্ত হয়।

 

এর আগে ২০১০ ও ২০১৪ এর আসরে ক্রিকেট থাকলেও অংশ নেয়নি ভারত। ওই দুই আসরেই টি-টুয়েন্টি সংস্করণে খেলা হয়েছিল। 

ভারতের অনাগ্রহে ২০১৮ সালের এশিয়ান গেমসে বাদ দেওয়া হয় ক্রিকেটকে। সে সময় দল না পাঠানোয় ভারতের সমালোচনা করেছিল ওসিএ।

এবারে এশিয়ান গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি করায় বাংলাদেশের জন্য সুখবরই বয়ে আনবে। এর আগে ২০১০ সালে ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয় করে বাংলাদেশ। পরের আসরে অবশ্য ব্রোঞ্জ জিতেছিল টাইগাররা।