বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

প্রোটিয়াদের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দারুন জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ৮ উইকেটের বিশাল জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিং পায় শ্রীলঙ্কা। তিন ওভার বাকি থাকতেই তারা ২৩১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ কুশাল মেন্ডিস ৭৩ বলে ৬০ রান করেন।

এ ছাড়া ওসাদা ফার্নান্দো ৪৯ বলে ৪৯ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৫২ বলে ৩৯ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে স্পিনার ইমরান তাহির ও লুঙ্গি নিগি ৩টি করে উইকেট নেন।

 

২৩২ রানের জয়ের লক্ষ্যে শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক ফাফ ডু প্লেসির অপরাজিত শতকে ৬৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

প্লেসি ১১৪ বলে ১৫ চার, এক ছক্কায় ১১২ রান করেন। ওপেনার কুইনটন ডি কক ৭২ বলে ১১ চারে ৮২ রান করে আউট হলেও রসি ভ্যান ডার ডুসেন ৩২ রানে অপরাজিত থেকে অধিনায়কের সঙ্গে দলের জয় নিয়ে ফেরেন।

শ্রীলঙ্কার পক্ষে উইকেট দুটি নিয়েছেন ভিসা ফার্নান্দো ও আকিলা ধনঞ্জয়।