বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

স্পেশাল অলিম্পিকে ৯ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস-২০১৯-এ বাংলাদেশ থেকে ৯ ডিসিপ্লিনে অংশ নেবে ১০৩ জন অ্যাথলেট। ১১টি দলের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশের স্পেশাল স্পোর্টস টিম। আগামী ১৪ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক-এর সহযোগী হিসেবে কোকা-কোলার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান ড.শামীমা মতিন চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দৌলা, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড অজয় বাথিজাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা।

 

বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল আগামী ৮ মার্চ দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে। বাংলাদেশসহ ১৭০টি দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করবে। ২৫ বছর ধরে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ১৮টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক জয় করেছিল। বিগত বছরগুলোতে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল মোট ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য ও ৮৪টি ব্রোঞ্জ পদক জয় করেছে।

এ বছর বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের নেতৃত্ব প্রদান করবেন নরুল আমিন। তিনি ১৫-২৫টি পদক জয়ের আশা ব্যক্ত করেন। এবার বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলে থাকছেন একজন হেড অব ডেলিগেশন, দুইজন অ্যাসিস্ট্যান্ট হেড অব ডেলিগেশন, একজন ফিজিও ও ৩২জন কোচসহ মোট ১৩৯ জন।

সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বোচি, ফুটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, ভলিবল এই নয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ টিম।