শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

এই জার্মান ব্যবসায়ীর সঙ্গে এতো ঘেঁষাঘেঁষি কেন মোনালির?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

যেমন রূপ, তেমন গলা। কখনো হিন্দিতে আবার কখনো বাংলা গানে ঠোঁট মেলান। গানের শোতে আবার বিচারকের আসনেও দেখা যায় তাকে। বলা হচ্ছে ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের কথা। কখনো তার গলা গেয়ে উঠছে ‘সওয়ার লু’, তো কখনো আবার তিনি গাইছেন ‘মোহ মোহ কে ধাগে’! এক গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর মোনালি ঠাকুর আবার প্রেম করছেন।

প্রেমিক জার্মানির একজন ব্যবসায়ী। নাম মাইক। নিজের প্রেমের কথা ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছেন মোনালি। খবর আনন্দবাজারের।

প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে মোনালি লিখছেন, ‘আমার প্রেম! বন্ধুরা ওর নাম মাইক।’

 

 

সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে মাইকের সাথে তার পরিচয় হয় বলে জানান গায়িকা।

তিনি বলেন, ‘অনলাইনে মাইকের হোটেল আমরা বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি, একটাও বেড ফাঁকা নেই। মাইক আমাদের জন্য ওর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল। আর নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল।’

 

এখন কোথাও বেড়াতে গেলে মোনালির সঙ্গী মাইক। দেশে অথবা দেশের বাইরে মোনালির শো থাকলে ছুটে যান তিনি।

তবে বিদেশির সঙ্গে মোনালির প্রেম অনেকেই পছন্দ করেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে অনেকেই তার সমালোচনাও করেন। তবে এসবের ধারধারেন না গায়িকা।

তিনি বলেন, ‘জীবনে মাইককে পেয়ে আমি খুব খুশি।’ তবে কবে বিয়ে করবেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মোনালি।