‘ট্যাক্সি ড্রাইভার’ মিমি-যশ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে আবারো জুটি বেঁধে কাজ করলেন ছোটপর্দার নায়ক থেকে রূপালি পর্দায় আসা যশ দাশগুপ্ত।
দুজনে মিলে এবার ‘ট্যাক্সি ড্রাইভার’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন। এর আগেও যশের সাথে ‘গ্যাংস্টার’, ‘টোটাল দাদাগিরি’ সিনেমায় অভিনয় করেছেন মিমি। ছবি দুটি ভালো ব্যবসাও করেছে।
নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা। উচ্ছ্বাস প্রকাশ করার কারণও রয়েছে।
‘ট্যাক্সি ড্রাইভার’ সিনেমার গল্প রোম্যান্টিক থ্রিলারধর্মী। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হবে শগুফত রফিকের। এর আগে মূলত বলিউডে কাজ করেছেন তিনি।
‘জিসম ২’, ‘জান্নাত ২’, ‘রাজ ৩’-এর মতো ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শগুফত রফিক। সংলাপও তারই লেখা ছিল। এবার বাংলায় তার কাজ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
