বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক প্রযুক্তি মেলা শুরু ১০ মার্চ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সাশ্রয়ী জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক কর্মশালা ও প্রযুক্তি মেলা।

 

আগামী ১০-১১ মার্চ এ কর্মশালা ও প্রযুক্তি মেলা উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ তথ্য জানায়।

আন্তর্জাতিক কর্মশালা ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

দুই দিনব্যাপী এই কর্মশালায় এশিয়ার বিভিন্ন দেশের ৪০০ অংশগ্রহণকারী যোগদান করবেন।

কর্মশালার পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে প্রযুক্তি মেলাও অনুষ্ঠিত হবে। যেখানে ১০০টি স্টলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি, এনার্জি এফিসিয়েন্সি এবং গ্রীন বিল্ডিং সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প প্রদর্শিত হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।