গানে ফিরছেন বিল্পব!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
'প্রমিথিউস' ব্যান্ডের গান শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বাংলাদেশর জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দলের একটি 'প্রমিথিউস'। আর একটু সহজে বললে এই ব্যান্ডটির ভোকাল ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিল্পব। এ কণ্ঠশিল্পী নিত্যনতুন ধাঁচের গান আর অভিনব স্টাইলের বাহারি সাজে হাজির হয়ে মাতিয়ে দিতেন ভক্তদের।
তবে অনেকদিন ধরেই আলোচনায় নেই বিপ্লব। নেই কোন স্টেজ পারফর্মেন্সও। কিন্তু তার ভক্তরা তো আছেন। ইউটিউবে ভেসে বেড়ানো প্রমিথিউসের কোনো গান সামনে এলেই শুনে নেন। নস্টালজিয়ায় তারা ভেসে যান।
এবার ভক্তের এই আফসোসের পালা শেষ হবে। আবারো নতুন গান নিয়ে আসছেন বিল্পব। বাংলাদেশকে উদ্দেশ্য করে 'ডেভিট কপার ফিল্ড' শিরোনামে একটি গান তৈরি করছেন। গানটির কথা, সুর ও কম্পোজিশন কণ্ঠশিল্পী বিপ্লব নিজেই।
জানা গেছে, 'ডেভিট কপার ফিল্ড' বাংলাদেশকে নিয়ে গান। গানটির প্রথম কিছু অংশ ফেসবুকে প্রকাশ হবে। পরবর্তী সময় পূর্ণাঙ্গ গান প্রকাশ হবে।
বিল্পব ২০১৬ সালে আমেরিকার উদ্দেশে পারি জমান। ২ বছরের বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। অনেক ব্যস্ততার মাঝে থেকেও গানের সঙ্গে যোগাযোগ ঠিকই রেখেছেন।
বিল্পবের ব্যান্ডটি গ্রিক পুরাণের দেবতা প্রমিথিউসের নামানুসারে ১৯৮৬ সালে জন্ম হয়। মোট ১৮টি অ্যালবাম প্রকাশ করেছেন দলটি। অ্যালবামগুলো হচ্ছে- 'স্বাধীনতা চাই', 'মুক্তির প্রত্যাশায়', 'প্রজন্মের সংগ্রাম', 'স্লোগান', 'যোদ্ধা', 'প্রমিথিউস ২০০০', 'স্মৃতির কপাট', 'অ-আ', 'পাঠশালা', 'ঢোল', 'টাকা', ‘নাগরদোলা’, ‘রাজপথ’, ‘প্রমিথিউস আনবাউন্ড’, ‘প্রমিথিউস আনবাউন্ড ওয়ান’, ‘ছায়াপথ’, ‘আমাদের পথ’ ইত্যাদি। বেশির ভাগ অ্যালবামের মধ্যে দেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও দেশাত্মবোধক গান রয়েছে।
