রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

মেঘলাদিনে ঝাল স্বাদে ‘কিমা সমুচা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

এই মেঘলা দিনে যেকোনো সময় চলে আসবে ঝুম বৃষ্টি। বাহিরে যাওয়ার তাড়া নেই। বাড়িতে বসেই গল্প, আড্ডা আর সাথে একটু ঝাল টাইপ খাবর অথবা একটু ভাজাপোড়া। আর ভাজাপোড়া বললে সবার আগে মনে পরে সমুচার নাম। সমুচা তৈরির সহজ রেসিপি জানা থাকলে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়ার কি দরকার! খুব সহজে তৈরি করা যায় আর স্বাদের ভিন্নতা এবং পুষ্টিগুণ, সব মিলিয়ে সমুচা হতে পারে আপনার অবসরের বিকেলের নাশতায় বা আড্ডায় এক চমৎকার এবং ঝটপট রেসিপি। তাই এবার না হয় ঘরেই তৈরি করে ফেলুন মজাদার ‘কিমা সমুচা। তাহলে চলুন জেনে নেই সমুচা বানানোর সহজ রেসিপি।

 

উপকরণ:

ময়দা ২ কাপ

বিফ/চিকেন ১ কাপ কিমা

পেঁয়াজকুচি ১/২ কাপ

আদা–রসুন বাটা ১/২ চা–চামচ

কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ

পরিমাণমতো তেল

পরিমাণমতো লবণ

প্রয়োজন অনুযায়ী পানি

 

প্রণালি:

স্বাদমতো লবণ ও আদা–রসুন বাটা দিয়ে কিমা সেদ্ধ করে নিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। তারপর কিমা দিয়ে দিন। এরপর লবণ, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে, স্বাদ দেখে নামিয়ে নিন।

এবার ময়দা মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে করে রুটি বেলে নিন। রুটিগুলো লম্বা ফিতের মতো করে কেটে সমুচার ভাজ তৈরি করুন এবং ভেতরে পুর দিয়ে মুখ শক্ত করে আটকে দিন।

সব সমুচা বানানো হয়ে গেলে প্যানে ভাজার জন্য তেল গরম করে অল্প আঁচে লালচে করে ভেজে ফেলুন। সমুচা ভাজা শেষে সস এর সাথে পরিবেষণ করুন।