নতুন নায়িকা চান শাকিব খান!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
নতুন বছরের শুরুতেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘বীর’র শুটিং শুরু হবে। এই চলচ্চিত্রটির মাধ্যমেই প্রথমবারের মত একসঙ্গে কাজ করবেন গুণী নির্মাতা কাজী হায়াৎ ও শাকিক খান। চলচ্চিত্রটি শাকিব খানের সঙ্গে প্রযোজনা করছেন তার বন্ধু ইকবার হোসেন।
বীর-এ নায়িকা হিসেবে জয়া আহসানকে নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও সিডিউল জটিলতায় থাকতে পারেননি জয়া। কিন্তু জয়া না থাকলে কে হবেন বীরে শাকিবের নায়িকা?
এ বিষয়ে প্রযোজক ইকবাল হোসেন বলেন, বীরের জন্য আমরা নতুন নায়িকা খুঁজছি। ঢালিউডে এত নায়িকা থাকতেও নতুন নায়িকা কেন খুজছেন? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘কারণ শাকিব খান চাচ্ছেন, নতুন বছরে একজন নতুন নায়িকাকে অভিষেক করাতে।’
এর আগেও বেশ কয়েকজন নায়িকাকে অভিষেক করিয়েছেন শাকিব। এর মধ্যে বুবলি অন্যতম। সম্প্রতি রোদেলা জান্নাত নামে একজন নবাগতকে নিয়ে শাহেনশাহ চলচ্চিত্রে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার। এবার নতুন বছরটিও তিনি নতুন নায়িকা নিয়ে শুরু করতে চাচ্ছেন। পরিচালনার পাশাপাশি বীর এর কাহিনি ও চিত্রনাট্য লিখছেন কাজী হায়াৎ।
