শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

অসুস্থ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বোরবার রাত ৯টায় তাকে দেখতে হাসপাতালে যান মাশরাফি।

এদিকে, নিউজিল্যান্ড সফর শেষ করে গত সপ্তাহে দেশে ফেরেন মাশরাফী। দেশে ফিরে নিজ এলাকায় যান মাশরাফী। পরে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তিনি।

রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেকে  হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।