সামাজিক সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
মিরপুর সেনানিবাসের মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’তে (এমআইএসটি) ‘বিশ্ব জন্মত্রুটি দিবসঃ সামাজিক সচেতনতা ও প্রতিরোধ’ বিষয়ক সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার এমআইএসটি’র বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার ও র্যালি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থভাবে জন্মানো ও বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।
সেমিনারে জন্মত্রুটি নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রতিরোধের বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা শিশু হাসপাতাল ও আর্মড ফোর্সের মেডিক্যাল কলেজের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য দেন।
এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদ্যপাশ করা শিক্ষার্থীদের জন্য একটি চাকরি মেলা- ‘জব ফেয়ার-২০১৯’ আয়োজন করা হয়।
প্রতিবছর বিশ্বব্যাপী ৩-৬ শতাংশ শিশু গুরুতর জন্মত্রুটি নিয়ে জন্ম নেয়। বিশ্বব্যাপী সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সাল থেকে প্রতিবছর ০৩ মার্চ ‘বিশ্ব জন্মত্রুটি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
উল্লেখ্য, সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট। এছাড়া ডিন, বিভাগীয় প্রধানরা, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
