বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

১০০ কোটি রুপির তালিকায় মাধুরী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

নব্বই দশকের বলিউড মাতিয়ে তোলা নায়িকা মাধুরী দীক্ষিত। তার হাসি, সৌন্দর্য, অভিনয়ের সহজাত দক্ষতার কারণে দর্শকের কাছে আজো তিনি চিরসবুজ। এই অভিনেত্রী অনিল কাপুর, শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ সমসাময়িক প্রায় সব নায়কদের সঙ্গেই অভিনয় করেছেন। 

এক সময়ের জনপ্রিয় নায়িকা এখনো বলিউড পাড়ায় তুমুল জনপ্রিয়। বর্তমানে মাধুরী ১০০ কোটি রুপির তালিকায় নাম লিখিয়েছেন। ‘টোটাল ধামাল’ ছবির মাধ্যমে তার এই অর্জন।

বলিউডের কিছু ওয়েবসাইট জানায়, মাধুরী অভিনীত‘ টোটাল ধামাল’ ১০০ কোটি রুপি আয় করা প্রথম ছবি। এটি মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে।

 

জানা যায়, শুধু ভারত থেকেই মাধুরী অভিনীত ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি। ইন্দ্র কুমার পরিচালিত ছবিটি মুক্তি পায় গত ২২ ফেব্রুয়ারি।