টিভি অভিনেত্রীদের মধ্যে প্রথম লাখপতি মেহজাবিন!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
এই সময়ে নাট্যাঙ্গনে সবচেয়ে জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। অনবদ্য অভিনয়ের মাধ্যমে আজকের এই অবস্থানে ঠাঁই করে নিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে তাকে নাটক ও টেলিছবিতে পাওয়া গেছে। সেগুলোর মাধ্যমে প্রশংসিতও হয়েছেন তিনি। ঠিক তেমনি মডেলিংয়ের মাধ্যমেও দর্শকদের নজর কেড়েছেন এ লাস্যময়ী।
এদিকে অভিনয়ের মধ্য দিয়ে কিভাবে নিজেকে ভাঙতে হয় তা এরই মধ্যে দেখিয়েছেন মেহজাবিন। কখনো সাদাসিধে চরিত্রে, আবার কখনো বুদ্ধিদ্বীপ্ত কোন নারীর চরিত্রে- সবই বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন গল্পের প্রয়োজনে। বর্তমানে তার নাটক মানেই অন্যরকম এক দর্শক আকর্ষণ।
এ লাবন্যময়ী অভিনেত্রী এবার অন্যরকম এক মাইলস্টোন ছুঁলেন। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’র এক লাখ সাবস্ক্রাইবার পেরিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের টিভি অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম ইউটিউব থেকে সিলভার প্লে-বাটন পেতে যাচ্ছেন।
চলতি বছরের ১৭ অক্টোবর মেহজাবিন অনেকটাই শখের বশেই জোভানের সঙ্গে র্যাপিড ফায়ার’ স্যাগম্যান্টের একটি ভিডিও আপলোড করেছিলেন। ‘ঝটপট প্রশ্ন চটপট উত্তর’ -এমন একটি ভিডিও শুরুতেই বেশ সাড়া ফেলে।
এরপর একে একে মেহজাবিনের এই ইউটিউব চ্যানেলে র্যাপিড ফায়ার, টিকটক টো স্যাগম্যান্টে অভিনেতা মাহফুজ আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, ইরফান সাজ্জাদ, নাট্যনির্মাতা আশফাক নিপুণও অংশগ্রহণ করেন, যা মেহজাবিন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
এ ছাড়াও আরো ভিন্ন ভিন্ন ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। মূলকথা শুটিং-এর ফাঁকে ফাঁকে যতোটুকু সময় পেয়েছেন, তিনি সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের ইউটিউবের ভিউয়ার্সদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। যে কারণে মাত্র আড়াই মাসেই মেহজাবিনের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত হালের এ লাস্যময়ী। বিষয়টি নিয়ে মেহজাবিন বলেন, আমার ইউটিউব চ্যানেলটি যে ছোট্ট থেকে এভাবে একটা বড় কিছু হতে যাচ্ছে বা হয়ে যাবে, এটা কিন্তু আমি শুরুতে ভাবতেও পারিনি। ছোট্ট একটি জায়গা থেকে বড় হয়ে গেলো। অভিনেত্রীর পাশাপাশি এখন ইউটিউবারও হয়ে গেলাম। ভাবতে বেশ ভালোই লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য।
মেহজাবিন চৌধুরী বর্তমানে ব্যস্ত রয়েছেন টিভি নাটকের কাজ নিয়ে। একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েই যাচ্ছেন। সম্প্রতি প্রথমবারের মতো মুক্তিযুদ্ধেরের গল্পে নির্মিত নাটকে অভিনয় করেন। হাবীব শাকিল পরিচালিত এ নাটকটি গেল বিজয় দিবসে এনটিভিতে প্রচার হয়।
