কাদেরের চিকিৎসায় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকার পথে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিকে আনা হচ্ছে।
সোমবার বেলা ১২টায় একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।
এদিকে, ডা. দেবী শেঠিকে স্বাগত জানাতে বিএসএমএমইউ’র চিকিৎসকদের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে বিমানবন্দরের পথে রওনা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
রোববারই বিএসএমএমইউর চিকিৎসক ও সরকারি পর্যায় থেকে বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রয়োজনে দেশের বাইরে নেয়া হবে। সেটি সম্ভব না হলে বিশ্বের নামকরা চিকিৎসককে বিএসএমএমইউতে এনে তার চিকিৎসা করা হবে।
এরই পরিপ্রেক্ষিতে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিকে ঢাকায় আনার কথা ওঠে। শেষ পর্যন্ত আজ তিনি আসছেন।
এর আগে রোববার রাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সন্ধ্যায় ঢাকায় এসে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে অবলোকন করেন।
কিন্তু তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার উপযোগী না হওয়ায় তাকে বিএসএমএমইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়ার তারা সিদ্ধান্ত নেন। এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সাপোর্ট না থাকায় তাকে এ অবস্থায় স্থানান্তর থেকে বিরত থাকেন চিকিৎসকরা।
উল্লেখ্য, রোববার সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।
