রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

খনন করা হবে ১৭৮টি নদী: নৌ-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৪ এএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথের নাব্য বাড়াতে সরকার ছোট–বড় নদী খনন করার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ’র মাধ্যমে ১৭৮টি নদী খনন করে ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে।

রোববার সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে—পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর সদর ঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত খননের মাধ্যমে নাব্য বাড়ানো ও নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ অন্যতম।