বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্যারিবীয়ানে শেষ ওয়ানডে খেলে ফেলেছেন গেইল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বয়সেও ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস গেইল। যদিও সম্প্রতি জানালেন, বিশ্বকাপের পরপরই ওয়ানডে থেকে অবসর নেবেন তিনি। অবশ্য চালিয়ে যাবেন টি-টুয়েন্টি। ইংলিশদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটিই ছিল ঘরের মাঠে তার শেষ ওয়ানডে সিরিজ।

 

নিজের বিদায়ী সিরিজটি রেকর্ডে রাঙিয়ে নিলেন স্বঘোষিত এই ‘ইউনিভার্সেল বস’। ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে ২৭ বলে খেলেন ৭৭ রানের এক তাণ্ডব-ইনিংস। এদিন মাত্র ১৯ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি।

পুরো সিরিজেই দারুণ বিধংসী ছিলেন গেইল। চার ম্যাচে দুই সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে করেছেন ৪২৪ রান। স্ট্রাইকরেট ১৩৪.১৭! সিরিজে ৩১৬ বল মোকাবেলা করে ছক্কা মেরেছেন ৩৯। অর্থাৎ প্রতি ৮.১০ বলে একটি ছক্কা মেরেছেন তিনি সিরিজে। কোন দ্বিপাক্ষিক সিরিজে যা কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন তিনি।

ঘরের মাঠে নিজের শেষ ওয়ানডে সিরিজে দর্শকদের আনন্দ দিতে চেয়েছিলেন গেইল। তাই ব্যাট হাতে এই তাণ্ডব। ম্যাচ শেষে জানালেনও সেই কথা। ক্যারিবীয় মাটিতে ওয়ানডে বিদায়ের বাঁশি বাজিয়ে গেইল বলেছেন, ‘ক্যারিবীয়ানে এটা আমার শেষ ওয়ানডে সিরিজ। তাই আমি সমর্থকদের চমৎকার বিনোদন দিতে চেয়েছি। আরো ভালো হত যদি ম্যাচটা জ্যামাইকায় হতো। তবে এখানকার দর্শকরাও দুর্দান্ত।’