বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

প্রথম ওয়ানডেতে ভারতের জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

ওয়ানডেতে ২৩৬ মোটেও বড় সংগ্রহ নয়। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে তো নয়ই। তবে এই সংগ্রহ নিয়েও লড়াই করেছে অস্ট্রেলিয়া। যদিও ধোনি ও কেদার যাদবের দৃঢ়তায় ম্যাচটি ভারতই জিতেছে। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

 

হায়দ্রাবাদের ম্যাচটি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের শততম ওয়ানডে ছিল। কিন্তু টস জিতে ব্যাট করতে নেমে তা ভালোভাবে উদযাপন করতে পারেননি তিনি। আউট হয়েছেন শূন্য রানে। ভারতীয় বোলারদের সামনে অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানরাও যথেষ্ট সাবলীল ছিলেন না। রান তোলার গতি ছিল বেশ ধীর। ফলে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ২৩৬ রানই তুলতে পারে অজিরা।

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার উসমান খাজা। তিনি ৫০ রান করেছেন ৭৬ বল খেলে। এছাড়া মার্কাস স্টোনিস ৫৩ বলে ৩৭, গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে ৪০ ও অ্যাস্টল ক্যারি ৩৭ বলে ৩৬ রান করেন।

ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ ও কুলদিপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে যায় ভারত। শিখর ধাওয়ান ০, কোহলি ৪৪, রোহিত শর্মা ৩৭ ও আম্বাতি রাইডু ১৩ রান করে আউট হন।

এরপর দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। দুইজন মিলে অবিচ্ছিন্ন ১৪১* রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। জয়ের পথে ৪৮.২ ওভারে ভারত সংগ্রহ করে ২৪০ রান। ধোনি ৫৯* রানে ও কেদার ৮১* রানে অপরাজিত ছিলেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কেদার।