বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

রিয়ালকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল বার্সেলোনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০১ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

৭২ ঘণ্টার ব্যবধানে দুইটি এল ক্লাসিকো। একই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। প্রথমবার কোপ ডেল রের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল। রিয়ালের ঘরের মাঠে ওই ম্যাচটি জিতেছিল বার্সেলোনা। একই মাঠে শনিবার মুখোমুখি হল লিগ ম্যাচে। ইভান রাকিতিচের একমাত্র গোলে এই ম্যাচটিও জিতে নিল লিওনেল মেসিরা।

 

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আর মজবুত করে লা লিগার শিরোপার পথ অনেকটাই পরিষ্কার করে নিল আর্নেস্তো ভালভার্দের দল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে চারবারের দেখায় তিনটিতেই জিতল বার্সেলোনা, একটি ড্র। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোতে বার্সেলোনার এটি ৯৬তম জয়। রিয়ালের জয় ৯৫টি। এর মধ্য দিয়ে ১৯৩২ সালের পর এই প্রথম এল ক্লাসিকোর লড়াইয়ে জয়ের পরিসংখ্যানে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে গেল কাতালানরা।

 

প্রথমার্ধে স্বাগতিকরা কিছুটা চাপ তৈরি করলেও ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। প্রথমার্ধেই জয় সূচক গোলটি তুলে নেয় তারা। ম্যাচের ২৬ মিনিটে সার্জিও রবার্তোর কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রাকিতিচ।

ম্যাচের রোমাঞ্চ বলতে এইটুকুই। এছাড়া উল্লেখযোগ্য কোন আলোড়ন ছিল না বার্নাব্যুতে। ধ্রুপদী লড়াই বলতে যা বোঝায়—গতি, আক্রমণ, প্রতি আক্রমণের টানটান উত্তেজনা, তার ছিটেফোঁটাও ছিল না এদিনের ম্যাচে। প্রথমার্ধে মেসি ও রামোসের কথা কাটাকাটি কিছুটা উত্তেজনা তৈরি করতে পেরেছিল অবশ্য।

এই জয়ে ১৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে নিল বার্সেলোনা। দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (৫০) সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১০। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে তিন নম্বর আছে রিয়াল।