রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

রাজশাহী সেনানিবাসে প্রধানমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ‘জাতীয় পতাকা প্রদান-২০১৯’ অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রোববার বেলা ১১টায় রাজশাহী সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। 

এরপর তিনি সেনানিবাসে আয়োজিত ৭, ৮, ৯ ও ১০ নম্বর কন্টিজেনের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করবেন এবং তাদের পতাকা ও সনদ প্রদান করবেন। দুপুরে তিনি প্রীতিভোজে অংশ নেবেন। বিকেল ৩টায় তিনি সিটি মেয়র, স্থানীয় এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
 
এদিকে, প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে প্রতিটি থানা এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।