রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

শিগগিরই কক্সবাজারে যাচ্ছে রেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১২ এএম, ৩ মার্চ ২০১৯ রোববার

সাধারণ যানবাহনের চেয়ে রেল ভ্রমণে যে কোনো মানুষের আগ্রহ বেশি থাকে। পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। এবার রেলওয়েকে আধুনিকায়ন করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় পাহাড়, সমুদ্র আর সবুজেঘেরা পর্যটন নগরী চট্টগ্রাম-কক্সবাজারে শিগগিরই রেলপথ দৃশ্যমান হতে যাচ্ছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেলের কাজ।

দেশকে এগিয়ে নিতে সরকার এরই মধ্যে যে চার মহাপরিকল্পনা নিয়েছে তার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেল অন্যতম। এ প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০২২ সালের মধ্যে হাইস্পিড ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে।

 

তিনি আরো বলেন, সরকার রেলের উন্নয়নে একের পর এক প্রকল্প বাস্তবায়নে চুক্তি করছে। পর্যটন শিল্পে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রামে একের পর এক প্রকল্প বাস্তবায়নে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান আবদুস সালাম বলেন, উন্নয়নের গতিপথে পতেঙ্গাকে টার্নিং পয়েন্ট বানাচ্ছে চউক।

তিনি বলেন, এই সরকারের আমলে পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের প্রবেশদ্বার, এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষসীমা, পতেঙ্গায় বিশ্বপর্যটনের আদলে পাঁচ কিলোমিটার ওয়াকওয়ের কাজ হচ্ছে। এছাড়া রিংরোড প্রকল্প ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনসহ চার মেগা প্রকল্পের কাজও এগিয়ে চলছে।