ইঞ্জিনিয়ারদের কনভেনশনে প্রধানমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১১ এএম, ৩ মার্চ ২০১৯ রোববার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৯তম কনভেনশনে উপস্থিত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধানমন্ত্রীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চারদিনের এ কনভেনশনের উদ্বোধন করবেন।
এর আগে আইইবি’র নেতারা কনভেনশন সম্পর্কে সংবাদ সম্মেলনে বলেন, প্রতি বছরের মতো এবারো আনন্দঘন পরিবেশে কনভেনশনের আয়োজন করা হয়েছে। চারদিনের এই কনভেনশন বিভিন্ন কর্মসূচি ও সেমিনারের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হবে।
সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মো. মনজুরুলল হক মঞ্জু, প্রকৌশলী এমএন সিদ্দিক, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
