শুটিং-এ ইরফান খান!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
বলিউডের নানা মাত্রিক চরিত্রে অভিনয়ের দক্ষতা রয়েছে ইমরান খানের। কিন্তু গত বছর তার অসুস্থতার খবরে যেন আতঁকে উঠে বলিউড। অবশেষে চলতি মাসে চিকিৎসা শেষ করে আবার নিজের কাজে ফেরেন তিনি।
অবশেষে ইরফান খানকে নিয়েই শুরু হলো ‘হিন্দি মিডিয়াম’র ছবির দ্বিতীয় কিস্তির কাজ। আর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তিগমানশু ঢুলিয়া।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ঢুলিয়া বলেন, ইরফান খান ভারতে ফেরার পর তার সঙ্গে দেখা করি। তিনি এখন একেবারে সুস্থ আছেন। ইরফান আমাকে বলেছেন, তিনি খুব শিগগিরই ‘হিন্দি মিডিয়া টু’র শুটিং শুরু করতে চাচ্ছেন।
গত বছর মার্চে নিজের অসুস্থতার খবর ইরফান নিজেই জানান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা জন্য তিনি লন্ডনে উড়াল দেন।
