বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ধূমপান করছেন, নাকি নিজের অন্ধত্বকে ডেকে আনছেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

ধুমপানে বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কথা আমাদের সবার জানা থাকলেও মানছি না কেউ। দেদারছে কিনে যাচ্ছি নিজেদের মৃত্যুকে। কেননা তামাকজাতীয় দ্রব্য সেবনে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়।

 

এসব জেনেও যারা নিজেদের এই বদঅভ্যাস থেকে সরিয়ে আনতে পারছেন না তাদের জন্য সামনে এলো আরো একটি দুঃসংবাদ। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ধূমপান থেকে চোখে ছানি পড়া ও অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, দীর্ঘদিন ধরে ধূমপান বা তামাকজাতীয় দ্রব্যের নেশা করেন চোখে ছানি পড়ার শঙ্কা তাদের বেশি। এছাড়া যারা ৫-১০ বছর ধরে ধূমপান করেন তাদের চোখের স্নায়ুর মারাত্মক ক্ষতি হয় এবং এই ক্ষতি অন্ধত্ব পর্যন্ত গড়াতে পারে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, ধূমপান হলে শুধু ক্যানসার হবে এমন নয়। দিনে ২০টি সিগারেট খেলে দৃষ্টিশক্তি হারাতে পারে। এই দৃষ্টিশক্তি আর ফেরানো সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সংবাদে বলা হয়েছে, চোখের সমস্যা নিয়ে ভারতের দিল্লির এইমস হাসপাতালে যতজন দৃষ্টিশক্তিহীন রোগী এসেছেন তাদের পাঁচ শতাংশ তামাক সেবনের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন।