বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জেনিটাল হারপিস কী?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

জেনিটাল হারপিস সাধারণত হারপিস সিমপ্লেক্স ভাইরাস (HSV) দ্বারা সৃষ্ট একটি সাধারণ সংক্রমণ। এটি হলে যৌনাঙ্গ এবং তার আশেপাশে বেদনাদায়ক ফোসকার সৃষ্টি হয়। 

 

যেহেতু জেনিটাল হারপিস ঘনিষ্ঠ যৌন সংস্পর্শের মধ্য দিয়ে অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারে সেজন্য একে প্রায়ই যৌনবাহিত সংক্রমণ (STI) বলা হয়ে থাকে। HSV যেকোন মিউকাস মেমব্রেনকে (mucous membrane ) আক্রমণ করতে পারে। যেমন- এই জীবাণুগুলোকে মুখের মধ্যে পাওয়া যায় (ঠান্ডাজনিত ঘা- cold sores)।

জেনিটাল হারপিস একটি ক্রনিক (দীর্ঘমেয়াদী) সমস্যা। এই ভাইরাস আপনার শরীরে রয়ে যায় এবং তা আবার সক্রিয় হতে পারে। আক্রান্ত হওয়ার প্রথম দুই বছরের মধ্যে পুনরায় সংক্রমিত হওয়ার গড়পড়তা হার চার থেকে পাঁচ গুণ হয়ে থাকে। অবশ্য, সময়ের সঙ্গে এটি কম ঘন ঘন সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিটি প্রাদুর্ভাব কম তীব্র হয়।

 

হারপিস সিমপ্লেক্স ভাইরাস(HSV): 
হারপিস সিমপ্লেক্স ভাইরাস (HSV) দুই ধরণের হয়ে থাকে, টাইপ ১ ও টাইপ ২। উভয় ধরনই অত্যন্ত সংক্রামক এবং প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অতিবাহিত হতে পারে। 

জেনিটাল হারপিস সাধারণত আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌনকর্মের (যোনিপথ,পায়ু বা মৌখিক) দ্বারা সংক্রমিত হয়।এমনকি যদি জেনিটাল হারপিসে আক্রান্ত ব্যক্তির শরীরে কোন উপসর্গ নাও থাকে তাহলেও তার যৌনসঙ্গীদের মধ্যে এই রোগ সংক্রমিত হওয়া সম্ভব।

কারা আক্রান্ত হয়?
জেনিটাল হারপিস একটি সাধারণ সমস্যা, বিশেষ করে ২০ থেকে ২৪ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে।

জেনিটাল হারপিসের চিকিৎসা: 
যদিও জেনিটাল হারপিসের কোন নিরাময় নেই তবে সাধারণত অ্যান্টিভাইরাল (antiviral) ঔষধ ব্যবহারের মাধ্যমে এর লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। অবশ্য, উপসর্গগুলো পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত যৌনকর্ম এড়িয়ে চলা জেনিটাল হারপিসের বিস্তার রোধের জন্য জরুরী।

 

গর্ভাবস্থা ও জেনিটাল হারপিস: 
জেনিটাল হারপিস গর্ভকালীন সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। এই জটিলতাগুলো আরো গুরুতর হতে পারে যা নির্ভর করছে আপনার জেনিটাল হারপিস আগে থেকেই রয়েছে নাকি গর্ভাবস্থায় প্রথমবারের মতো সংক্রমিত হয়েছেন তার উপর।