বিবি ক্রিমের ৫ টি ভিন্ন ব্যবহার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪০ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে, বিবি ক্রিম কি? বিবি ক্রিম হল এক ধরণের বিউটি ক্রিম, BB Cream (‘beauty balm’ or ‘blemish balm,)। এটা আপনার ত্বকে অনেক ধরণের কাজ করে। কারণ এটি হল অনেক কিছুর সংমিশ্রণ একটি ক্রিম যেমন- ময়েসচাইজার, প্রাইমার, সানস্ক্রিন, এবং সামান্য পরিমাণ ফাউন্ডেশান। এটি আপনার ত্বকের ভারী কোনো দাগ লুকাবে না কিন্তু, আপনার ত্বকে একটি সুন্দর মসৃণ ভাব এনে দেবে মেকআপ ছাড়াই। বিবি ক্রিম এর দাম ও খুব বেশি নয়। আর এজন্যই আমি বিবি ক্রিম পছন্দ করি। এটি আমার ত্বকে দেয় একটি উজ্জ্বল প্রাকৃতিক লুক। ত্বকের এই কাজ ছাড়াও আপনি কিন্তু অন্য কাজেও এই বিবি ক্রিম ব্যবহার করতে পারবেন।
বিবি ক্রিম এর ব্যবহার
আপনি হয়ত এখনো জানেন না সেগুলো কি। আমরা বলছি আপনাকে সেসব ব্যবহারগুলো সম্পর্কে। আপনার বিবি ক্রিম আপনি মেকআপের অন্য অনেক কাজে ব্যবহার করতে পারবেন। আর যখন এই বিবি ক্রিম মেকআপের অন্য অনুষঙ্গ হিসেবে ব্যবহার করতে পারবেন তখন আর সেই পণ্যগুলো আপনাকে টাকা খরচ করে কিনতে হবে না।
১. চোখের প্রাইমার: আপনারা তো জানেন কেনো আমরা চোখের প্রাইমার বা আই শ্যাডো প্রাইমার ব্যবহার করি। কারণ, প্রাইমার আই শ্যাডোকে অনেকক্ষণ টেকসই রাখবে অন্য কথায় আপনার চোখের সাজ অনেকক্ষণ ঠিক থাকবে। এই চোখের প্রাইমারগুলি পাউডার আই শ্যাডোকে অনেকক্ষণ ধরে রাখে। এছাড়া প্রাইমার চোখের মেকআপের বেজ হিসাবে কাজ করে এবং আই শ্যাডোকে তেলতেলে হতে দেয় না। তাই, এখন এই প্রাইমারের এত উপকারিতার জন্য আপনি নিশ্চয় এটি ব্যবহার করবেন। আর এই বিবি ক্রিম এই প্রাইমার হিসেবেই ব্যবহার করা যায়।
যেভাবে আই প্রাইমার হিসেবে ব্যবহার করবেন: আঙুলের ডগায় একটু খানি নিয়ে তা চোখের পাতায় খুব ভালোভাবে মিশিয়ে লাগাবেন। যাতে চোখের পাতা সমান লাগে। আর এরপর আপনার চোখের মেকআপ করুন।
২. ফেইস প্রাইমার: ফেইস প্রাইমার আপনার মুখের ত্বকের গর্ত আর ভাঁজ পরিপূর্ণ করে ত্বককে সমান করে তোলে। আর এজন্যই আমরা যখন ফাউন্ডেসান লাগাই আমাদের ত্বক সমান আর মসৃণ লাগে। আর দেখতেও সুন্দর লাগে। ফেইস প্রাইমারের কারণে মুখের মেকআপ অনেকক্ষণ মুখে ভালো থাকে।
যেভাবে ফেইস প্রাইমার হিসেবে ব্যবহার করবেন: হাতের তালুতে একটু খানি বিবি ক্রিম নিন। মুখে ফোটা ফোটা করে সমস্ত মুখে লাগেন বিশেষ করে কপালে, নাকে এসব জায়গায় যেখানে গর্ত বা ভাজের দাগ আছে। এরপর আপনার আঙুল দিয়ে অথবা ফাইন্ডেসান ব্রাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ফ্লোলেস মসৃণ ত্বক আপনার।
৩. আই কন্সিলার: আই কন্সিলার চোখের নীচের কালো দাগ ঢেকে রাখে। আর এটাই কি ভালো নয় যে আপনাকে আলাদাভাবে আই কন্সিলার কিনতে হবে না আপনি যখন বিবি ক্রিম আই কণসিলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা খুবই ভালো তাই নয় কি? কিন্তু আপনার চোখের নিচে যদি খুব বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে প্রথমে কারেক্টর ব্যবহার করে পড়ে কন্সিলার ব্যবহার করবেন।
যেভাবে ব্যবহার করবেন: আপনার রিং ফিঙ্গারে একটু খানি বিবি ক্রিম নিয়ে চোখের নীচে ভালোভাবে লাগান এবং মিশিয়ে দিন ত্বকের সাথে। এরপর একটু পাউডার নিয়ে ব্রাশ দিয়ে একটু প্রেস করে লাগান। এটা করার ফলে আপনার চোখ এর মুভমেন্ট এর জন্য আই কন্সিলার সরে যাবে না।
৪. ফাইন্ডেসান: যাদের ত্বকে খুব বেশি দাগ নেই তারা অনায়াসেই এই বিবি ক্রিম ফাউন্ডেসান হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার ব্রাশে একটু খানি নিয়ে সমস্ত মুখে আর গলায় লাগান। এটা আপনার ত্বকের জন্য খুব ভালো হবে যদি ২য় লেয়ার হিসেবে লাগান যেখানে ত্বকে একটু দাগ আছে বা ভাঁজ আছে।
৫. হাই লাইটার: মুখের ত্বক কে আরও মসৃণ আর সুন্দর দেখানোর জন্য হাই লাইটার ব্যবহার করা হয়। আর এজন্য আপনি বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। আপনাকে একটু পাউডার বা সিমার আই শ্যাডো বিবি ক্রিমের সাথে মিক্স করে নিতে হবে। এরপর এটি ফাউন্ডেসান ব্রাশের সাহায্য কপাল এ লাগান। আর কিছু চিক বন আর চিনে লাগান। এটা আপনি যখন কোনো রাতের পার্টিতে যাবেন তখন ত্বক গ্লো করার জন্য ব্যবহার করতে পারেন।