রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

ভারতীয় নতুন হাইকমিশনার ঢাকায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। 

 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। 

জানা গেছে, রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশ করবেন রিভা গাঙ্গুলি। এরপরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

 

সদ্য বিদায় নেয়া হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন রিভা গাঙ্গুলি দাস। প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে হর্ষবর্ধন শ্রিংলা গত ৭ জানুয়ারি ঢাকা ছাড়েন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হর্ষবর্ধন শ্রিংলা।

রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনাও করেছেন। রিভা গাঙ্গুলি আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মিশনে কাজ করছেন তিনি।