‘তবুও ভোর হবে’ তাদের সংসারে?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০২ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার
রাত নেমে এসেছে শহরে। একটি হাসপাতালের করিডোরে পায়চারী করছেন পঞ্চাশোর্ধ মাসুদ সাহেব। কেবিনে বিশ্রামরত তার স্ত্রী সাথী মৃত্যু পথযাত্রী। ডাক্তারের বেঁধে দেয়া সময় হতে আরো ১২ দিন অতিক্রম করায় মাসুদ সাহেব উদ্বিগ্ন। তার পাশের কেবিনে ভর্তি করা হয় অতনুর স্ত্রী তিথিকে।
হাসপাতালের করিডোরেই অতনুর সাথে মাসুদ সাহেবের পরিচয় হয়। অতনুর স্ত্রী তিথিও হাসপাতালে ভর্তি। অতনু ভালবেসে বিয়ে করে তিথিকে। কিন্তু পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেয়ায় অতনুর সাথে তিথির পরিবরের কারো সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে মাসুদ সাহেব অতনুকে সাহস জোগায়। নিজের অতীত জীবনের ছায়া দেখতে পায় মাসুদ সাহেব অতনুর জীবনে।
এমনি হৃদয় বিদায়ক গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘তবুও ভোর হবে’। তানিন রহমানের চিত্রনাট্য রচনায় নাটকটি নির্মাণ করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। এতে মাসুদের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, তার স্ত্রী সাথীর চরিত্রে সাবেরী আলম। অন্যদিকে, অতনুর চরিত্রে রূপদান করেছে এ সময়ের অভিনেতা মনোজ প্রামাণিক ও তার স্ত্রী তিথির চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
শনিবার রাত নয়টা পাঁচ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে ‘তবুও ভোর হবে’ নাটকটি সম্প্রচারিত হবে। নাটকটিতে তারিক আনাম খান, সাবেরী আলম, মনোজ প্রামাণিক ও তাসনুভা তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন রোমেল বড়ুয়া, নুজহাত আনজুম সিলভা, হিন্দোল রায় প্রমূখ।
