মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

দেড় কেজি সোনাসহ সিভিল এভিয়েশনকর্মী আটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনার বারসহ ১ যাত্রী ও সিভিল এভিয়েশনের ২ কর্মচারীকে আটক করা হয়। তারা হলেন, দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল এভিয়েশনের মালি শহীদুল্লাহ ও হেল্পার হাবিবুর রহমান। এছাড়া, ওই যাত্রীর কাছ থেকে ২শ’ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউজের ডিসি অথেলো চৌধুরী।

তিনি জানান, গোয়েন্দা সংবাদ ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ফ্লাইটে (ইকে-৫৮৪) অবৈধ সোনা পাচার হবে। গোপন এ সংবাদে কাস্টমসের কর্মকর্তারা বিমানবন্দরের আগমনি হলে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। গ্রীন চ্যানেল পার হওয়ার পর সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ হাবিবুর রহমানকে চ্যালেঞ্জ করা হয়। তিনি আগে সিভিল এভিয়েশনের কনসালটেন্ট ছিলেন। বর্তমানে এয়ার লাইন্স ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু তার কাছে সিভিল এভিয়েশনের বৈধ কার্ড (পরিচয়পত্র) পাওয়া গেছে।

 

জিজ্ঞাসাবাদে এই যাত্রী কর আরোপযোগ্য কোনো পণ্য তার সঙ্গে নেই বলে জানান। তিনি কোনো ঘোষণাও দেননি। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৪টি লাগেজ ভর্তি বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে তল্লাশির একপর্যায়ে লাগেজের কব্জা ও মানিব্যাগের মধ্যে লুকানো ১০ তোলা ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তাকে প্রটোকল দেয়া সিভিল এভিয়েশনের দুই কর্মচারীকেও আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা সোনার ওজন দেড় কেজি। উদ্ধার এই সোনা ও সিগারেটের মূল্য ৮৫ লাখ টাকা। আটক যাত্রী ও তাকে চোরাচালানে সহায়তা করার অভিযোগে ২ সিভিল এভিয়েশন কর্মচারিকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আর সোনা ও সিগারেট কাস্টমস হাউজে জমা করা হয়েছে।