রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

পলান সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫২ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পালান সরকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার বেলা ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলা বাউশার নিজ বাড়িতে মারা যান তিনি। পলান সরকার ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

 

তার আসল নাম হারেজ উদ্দিন। পালান সরকার ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের মাত্র পাঁচ মাসের মাথায় বাবা মারা যান। আর্থিক টানাপোড়েনে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই লেখাপড়ায় ইতি টানেন পলান সরকার।