‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে আশানুরূপ ভোটার ছিল না’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র পদে লাঙ্গলে জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীত তারকা শাফিন আহমেদ। তবে তিনি বলেন, কেন্দ্রগুলোতে আশানুরূপ ভোটারের আগমন ঘটেনি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকরা জানতে চায় আপনি রাজনীতিতে স্থায়ী হবেন কিনা? জবাবে সাফিন বলেন, আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতিতে এসেছি থাকব, ইনশাল্লাহ।
তিনি বলেন, ছোটো খাটো নেগেটিভ ঘটনা সব নির্বাচনেই হয়ে থাকে। এসব ঘটনা নির্বাচনে প্রভাব ফেলে না। তাই শান্তিপূর্ণ নির্বাচন সবার জন্য সুফল বয়ে আনবে।
এরআগে বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়ে শাফিন বলেন, মানুষ নির্বাচনে আগ্রহ হারিয়েছে। হয়তো তারা মনে করেন তাদের ভোটের কোনো মূল্য নেই। আর এ কারণেই ভোটাররা কেন্দ্রে আসতে চায় না। এ কারণেই ভোটার উপস্থিতি লক্ষনীয় ভাবেই কম। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়, পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোনের তোতা, ফজলুর রহমান, মোঃ মঞ্জু, যুবসংহতির জাকির হোসেন, অলিউর রহমান, মোঃ সুমন, ছাত্র সমাজে নেতা আনিসুর রহমান।
এরপর দলীয় নেতাকর্মীদের সেঙ্গ নিয়ে শাফিন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
