রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

জাতীয় ভোটার দিবস আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি)। সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে। মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের প্রথম দিনকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 

আজ বিকেল ৪টায় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘ভোটার হব, ভোট দেব’। 

দিবসটি সামনে রেখে ঢাকায় সকাল ৯টায় র‍্যালি বের করে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এসে র‍্যালিটি শেষ হয়। এছাড়া সারাদেশে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।