বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ম্যানসিটি ম্যানইউ চেলসির জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে কষ্টের এক জয় পেয়েছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে থাকা ম্যানচেস্টার সিটি। নিজ নিজ ম্যাচে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসিও।

 

ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানসিটি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

 

 

 

এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার দল। লিভারপুলের পয়েন্ট ৬৯।

এদিকে সেলহার্স্ট পার্কে রোমেলু লুকাকুর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। ম্যাচের ৩৩ আর ৫২ মিনিটে গোল পান লুকাকু। ৬৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে একমাত্র গোলটি করেন জোয়েল ওয়ার্ড। আর ৮৩ মিনিটে রেড ডেভিলসদের ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যাশলে ইয়ং।

 

স্ট্যামফোর্ড ব্রিজে আরেক ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন পেদ্রো। ৮৪ মিনিটে আত্মঘাতী এক গোল হজম করে টটেনহাম।

 

৫৫ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে তালিকার পঞ্চম অবস্থানে। ৫৩ পয়েন্ট নিয়ে পরের অবস্থানেই চেলসি।