অবাঞ্ছিত তিল থেকে রক্ষা পেতে...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৩ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

মুখের তিল বা আচিল সবসময়ই সৌন্দর্য বর্ধন করে না বরং অনেক সময় এগুলো সমস্যার কারণ হয়ে দাড়ায়। অনেকেরই মুখে ছোট ছোট তিল উঠতে দেখা যায়। এছাড়াও তিলগুলো এগুলো ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। মুখের এই তিল বা আঁচিল স্বাস্থ্যের জন্য ভালো ইঙ্গিত নয় বরং এটি স্কিন ক্যান্সারের পূর্ব লক্ষণ। কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। চলুন জেনে নেয়া যাক উপায়গুলো-
১. আলু, শসা, গাজর, লাউ, বাঁধাকপি, এপ্রিকট, স্ট্রবেরি, টমেটো ইত্যাদি মৌসুমি ফল ও সবজি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন।
২. রোজ অন্তত একবার দুধ দিয়ে মুখ ধুতে পারেন।
৩. প্রতিদিন তিলকহুল স্থানে টকদই ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে।
৪. লেবুর রসে যদি আপনার এলার্জি না থাকে তবে দ্রুত ফল পাওয়ার জন্য নিয়মিত লেবুর রস ব্যবহার করুন দিনে যতবার ইচ্ছা।
৫. মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন।
৬. কাঁচা হলুদের রস ও তিলের গুঁডড়ো একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে পেস্টের মত তৈরি করে আক্রান্ত জায়গায় ব্যবহার করুন।
৭. চিনি ও লেবুর রসের স্ক্রাব ভালো কাজে দেয়।
৮. পার্সলি রসের সঙ্গে লেবুর রস, কমালার রস এবং গাজরের রস মিশিয়ে নিন সমান পরিমাণে। ফ্রিকেলস ঢাকার জন্য এটি ব্যবহার করতে পারেন আপনার রেগুলার ক্রিম ব্যবহার করার ঠিক আগে।
৯. কুসুম গরম পানিতে আটা মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। এতে শসার রস দিলে আরও ভাল হয়।
১০. অতিরিক্ত তিল দূর করতে লেবুর রস অত্যন্ত উপকারি। লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে নিতে পারেন।
১১. কাচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন।
১২. মধু হালকা গরম করে মুখে লাগান।
১৩. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন।
১৪. রাতে ঘুমানোর পূর্বে পাকা কলা মুখে ঘষুন দেখবেন কিছুটা কমে যাবে।
১৫. নারকেলের পানি মুখের তিল দূর করতে অনেকটা সাহায্য করে। তাই সকালে ঘুম থেকে উঠেই নারিকেলের পানি দিয়ে মুখ ধুবেন।