রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

মিতু হত্যা মামলা: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ আইজিপির

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। 

 

বৃহস্পতিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে সিএমপি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী  মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের কবে জবাবে আইজিপি এমন মন্তব্য করেন।

 

মামলাটি এখেনা তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন,  গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করছে। তাদেরকে নির্দেশনা দিচ্ছি যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করার জন্য।

২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১১ জুন মামলা তদন্তের দায়িত্ব পান নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন সহকারি কমিশনার মো. কামরুজ্জামান। মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার ২ বছর ৮ মাস পার হলেও তদন্ত শেষ করতে পারেননি নগর গোয়েন্দা পুলিশের বর্তমান অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান।