মিঠাপুকুরে ট্রাক-বাস সংঘর্ষে কলেজছাত্র নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মালবাহী ট্রাক-বাসের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত তরিকুল মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের বাসিন্দা ও রংপুর কারমাইকেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় গাইবান্ধা থেকে আসা একটি বাসের সঙ্গে অপরদিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষে তরিকুল ইসলাম নিহত হন। এসময় বাসের ৫ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
