রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

রামুতে ৫ ইউনিটের পতাকা উত্তোলন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কক্সবাজারের রামুতে ১০ পদাতিক ডিভিশনের ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন। 

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই পতাকা উত্তোলন করা হয়। এ সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান। 

 

অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে সবার উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। একই সঙ্গে পেশাদারিত্বের ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে আভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

এর আগে সেনাপ্রধান অনুষ্ঠানে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে।

১০ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। 

প্রসঙ্গত, বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের রামুতে ২০১৪ সালে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠিত হয়।