যারা আপনাদের শত্রু তারা আমাদেরও শত্রু: ওয়াসিম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে পুরো ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে অবস্থান করছে। দেশ দুটির মিডিয়া ও ক্রিকেট তারতারা যেন অপর দেশকে সুযোগ পেলে এক হাত নিচ্ছেন। তবে এ অবস্থায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সন্ত্রাসবাদ মোকাবেলায় দুটি দেশকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক টুইট বার্তায় ভারত ও নিজ দেশ পাকিস্তানকে ‘দুই ভাই’ বলে সম্বোধন করেন আকরাম। এ সময় তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, পাকিস্তান ভারতের শত্রু নয়। বরং ভারতের যারা শত্রু তারা একইসাথে পাকিস্তানেরও শত্রু।
ওয়াসিম বলেন, ‘পাকিস্তান তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু আমাদেরও শত্রু! আমরা কেন বুঝতে পারছি না আমাদের লড়াই একই।’
দুই দেশের লড়াই একই শত্রু তথা জঙ্গিবাদের বিপক্ষে হওয়া উচিত। এমনটি ইঙ্গিত করে ওয়াসিম দুই দেশের কোন্দলে রক্তপাত বন্ধের আকুতি জানান। তিনি বলেন, ‘এর আগে আর কত রক্ত ঝরবে? যুদ্ধে জঙ্গিদের পরাজিত করতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।’
১৪ ফেব্রুয়ারি ভারতের সেনা কনভয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। যাতে প্রাণ হারান ৪০ জন ভারতীয় জওয়ান। ঘটনার পর হামলার জন্য দায়ী করা হয় পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদকে। পরবর্তীতে ঘৃণ্য সংগঠনটি হামলার দায়ও শিকার করে নেয়।
সন্ত্রাসী সংগঠনটি পাকিস্তানে হওয়ায় এই হামলার দায় দেওয়া হচ্ছে পাকিস্তানকেও। বর্বর এই হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে শীতলতম অবস্থানে বিরাজ করছে। যা এই দুই দেশের সু-সম্পর্কের জন্য হুমকি।