ফুলবাড়ী সীমান্তে দুই বাংলাদেশি আটক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বৃহস্পতিবার ভোরে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধীনে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে তাদের আটক করেন।
আটকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির তিস্তা গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে সোহেল রানা ও একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শহিদুল হক।
বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে নাওডাঙ্গা ইউপির বালারহাট সীমান্ত দিয়ে দুই যুবক বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে। এসময় বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক যুবকদের ফুলবাড়ী থানায় নেয়া হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কারাগারে পাঠানো হয়।
