রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বোয়ালমারীতে গৃহবধূকে কুপিয়ে জখম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউপির সাতৈর গ্রামে জমিজমার বিরোধের জেরে বুধবার রাতে আলেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত গৃহবধূকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আলেয়ার স্বামী জাহাঙ্গীর হোসেন চারজনের নাম উল্লেখ বৃহস্পতিবার বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, পাশের বাড়ির রাজিব মোল্যার সঙ্গে দীর্ঘদিন বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। ওইদিন রাতে একদল দুবৃর্ত্ত বসতবাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আলেয়া বেগমকে কুপিয়ে জখম করে। 

 

থানার ওসি একেএম শামীম হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।