নোয়াখালীতে পোষা হাতির তাণ্ডব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
নোয়াখালী সদরে বৃহস্পতিবার দুপুরে একটি পোষা হাতির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে চরউরিয়া গ্রামের মানুষ। উত্তেজিত হয়ে দোকান, বাড়ি ভাঙচুর ও গাছপালা নষ্ট করেছে হাতিটি।
নোয়াখালী ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম জানান, সকালে এওজবালিয়ার বেদে পল্লীর পোষা হাতি নিয়ে চাঁদা তুলতে বের হয় এক যুবক। এ সময় হাতিটিকে লক্ষ্য করে কয়েকজন ঢিল ছোঁড়ে। এতে হাতিটি উত্তেজিত হয়ে মন্তাজ মিয়ার দোকান, মান্নান নগর বাজারের কয়েকটি দোকান, যানবাহন ও ঘরবাড়ি ভাঙচুর ও গাছপালা নষ্ট করে।
সুধারাম মডেল থানার এসআই শফিউল করিম বলেন, গ্রামবাসীর সহযোগিতায় হাতিটিকে নিয়ন্ত্রণে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
