মোবাইল বিস্ফোরণে প্রাণ গেল কলেজছাত্রের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউপির ভাটপাড়া গ্রামে বুধবার বিকেলে মোবাইল বিস্ফোরণে সাজেদুল ইসলাম সজিব নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সাজেদুল ইসলাম ভাটপাড়া গ্রামের রুস্তম শেখের ছেলে। সে বোয়ালমারী সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে ক্রিকেট খেলার সময় পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হলে সজিব মাটিতে ছিটকে পড়ে আহত হয়। দ্রুত বোয়ালমারী হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
