রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

২১ বাড়ির গ্যাস-পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে টাস্কফোর্সের অভিযানে ২১ বাড়ির গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

কেমিক্যাল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম শুরু করে।

অভিযানে কমিটির সদস্যরা ছাড়াও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মো. মোস্তফা কামাল মজুমদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরিফ আহমেদের নেতৃত্বে ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগে হোল্ডিং নম্বর ১২/১১, ১২/৪, ১৫/১,৪৩/৪/এ, ৪৫, ৭০/৩,৭৪/২,৭৫/২ গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে  প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেনের নেতৃত্বে ২৪ নম্বর ওয়ার্ডের শহীদনগরে ৩৫, ৪৩/১, ৪৩/১/এ, ৪৬, ৪৭, ৪৮(২টি), ৭৬, ৭৮/১, ৭৯/১, ৮১, ১৩৫/এ,১৪৪/এ- ১৩টিসহ মোট ২১ টি হোল্ডিংয়েরও তিন সেবা  সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসব হোল্ডিং মালিকদের আগামী শনিবারের মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় টাস্কফোর্স।

নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরিয়ে নিলে রোববার গ্যাস, পানি এবং বিদ্যুৎ এর পুনঃসংযোগ দেয়া হবে। অভিযানে ডিএসসিসিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস, বিস্ফোরক অধিদফতর, লোকাল থানার ওসি, ঢাকা ওয়াসা, ডিপিডিসি ইত্যাদি মোট ১০টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।