রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ওয়ার্ডে ভোটের দায়িত্ব পালনের সময় মোবারক হোসেন নামে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। তিনি জানান, মোবারক হোসেন আগে থেকেই অসুস্থ ছিলেন। বিভিন্ন ধরনের ওধুষ খেতেন। বৃহস্পতিবার নির্বাচনের দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মোবারক হোসেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানেন না বলে জানান রকিব উদ্দিন মণ্ডল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায়। আর শেষ হয় চারটায়। এখন চলছে গণনা।