বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

জিম্মি রিমি, উদ্ধার করতে পারবে কী অপূর্ব?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সম্প্রতি ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজনায় নাজমুল রনি নির্মাণ করেছেন খন্ড নাটক ‘জাল’। মমর রুবেল এর রচনায় এ নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, রিমি করিম ও পীরজাদা হারুন। 

নাটকের গল্পে দেখা যাবে, একটা আর্ন্তজাতিক নারী পাচার চক্রের হাতে ধরা পড়েছে অন্তরা। এইটুকু বুঝতে বুঝতে সে এখন নেপালে, রাজা নামে এক ক্রিমিনালের আন্ডারে। অবশ্য এ পর্যন্ত সে নিজেই এসেছে। নিজ খরচে, দালাল ধরে পরিবারের হাল ধরার পন নিয়ে বিদেশের মাটিতে পা রেখেছে। 

ছোটবেলা থেকেই অন্তরা মনে মনে একটা বিশ্বাস পুষে রাখতো ছেলেরা পারলে, সে কেন পারবে না। তার বিশ্বাস ভেঙে গেলো, বর্তমানে অন্তরা একটা পন্য, যার বেঁচা কেনা চলছে। অন্তরার ফোনটা কেড়ে নেয়ার আগে, ফোনে বাংলাদেশের কারো কাছে হেল্প চেয়েছিলো। আর সেই সূত্র ধরে নয়ন খুঁজে বেড়ায় অন্তরাকে। নয়ন কি খুজে পাবে অন্তরাকে? তা জানতে হলে দেখতে হবে নাটকটি।

 

নাটকটিতে নয়ন চরিত্রে রূপদান করেছেন অপূর্ব আর অন্তরা চরিত্রে রিমি করিম। নাটকটিতে অপূর্ব, রিমি করিম ও পীরজাদা হারুন ছাড়াও আরো অভিনয় করেছেন অবাক, সানিতা, মনিরুল ইসলাম মনির, আরিফুল ইসলাম, জিহাদ প্রমুখ। 

নাটকটি দুটি সম্পর্কে পরিচালক নাজমুল রনি বলেন, নাটকটির শুটিং আমরা নেপালের বিভিন্ন লোকেশনে করেছি। গল্প চমৎকার। আশা করছি, সবার ভালো লাগবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে শুক্রবার রাত নয়টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি’র পর্দায় সম্প্রচারিত হবে ‘জাল’ নাটকটি।