বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘প্রিয়তমার প্রিয়মুখ’-এ ঐশী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শোবিজ তারকাদের নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘প্রিয়তমার প্রিয়মুখ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জার উপস্থাপনায় এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন তারকাকে অতিথি হিসেবে রাখা হয়। ‘প্রিয়তমার প্রিয়মুখ’র এ পর্বের অতিথি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।

অতিথি হওয়া প্রসঙ্গে ঐশী বলেন, ‘অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে বলবো খুবই ভালো। এর আগে এই অনুষ্ঠানের কিছু পর্ব দেখেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মিস ওয়ার্ল্ড জার্নির পাশাপাশি বর্তমান কাজ, ব্যক্তিগত জীবন ও ব্যস্ততা নিয়ে আড্ডা হয়েছে তমা আপুর সঙ্গে। এই অনুষ্ঠানেই তার সঙ্গে আমার প্রথম দেখা। আপু অনেক বন্ধুসুলভ। সবকিছু মিলিয়ে আমি বেশ উপভোগ করেছি।

 

 

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘ঐশী অনেক শান্ত একটি মেয়ে। তবে সে খুব চালাক, তার থেকে কথা বের করে আনা অনেক কঠিন কাজ। চেষ্টা করেছি, তার অজানা অনেক বিষয় দর্শকদের জন্য তুলে ধরতে। এই পর্বটি দেখলে দর্শক ঐশীর অনেক অজানা বিষয় জানতে পারবেন। আশা করছি, পর্বটি দর্শকদের খুব ভালো লাগবে।’


‘প্রিয়তমার প্রিয়মুখ’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফরিদা লিমা। প্রতি শনিবার দেশ টিভিতে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি ।