বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

৫৬ প্রেক্ষাগৃহে পূজার ‘প্রেম আমার ২’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আবার প্রেক্ষাগৃহে দর্শকদের মুখোমুখি হয়েছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা পূজা চেরী। গত শুক্রবার ১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চতুর্থ চলচ্চিত্র ‘প্রেম আমার ২’। চলচ্চিত্রটি এই সপ্তাহে ৫৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্লাহ খোকন।

তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম আমার ২’ এই মাসের ৮ তারিখে কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে দারুণ সারা পেয়েছে চলচ্চিত্রটি। আমরা শুক্রবার ‘প্রেম আমার ২’ বাংলাদেশে মুক্তি দিয়েছি। কোন এক কারণে গত সপ্তাহে চলচ্চিত্রটি মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। চলচ্চিত্রটির প্রতি হল মালিকদের দারুণ আগ্রহ রয়েছে। অনেকেই তাদের প্রেক্ষাগৃহে ‘প্রেম আমার ২’ প্রদর্শনীর জন্য যোগাযোগ করছেন। এই সপ্তাহে (১ মার্চ) থেকে ৫৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘প্রেম আমার ২’।

 

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের যৌথ  প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার বিদুলা ভট্টাচার্য। এতে পূজা চেরির বিপরীতে রয়েছে কলকাতার তরুন নায়ক অদ্রিত।