রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

ভোট শেষ, চলছে গণনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে চলছে গণনা।

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল ৪টায়। 

বৃষ্টির কারণে সকাল থেকেই কেন্দগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়তে দেখা গেছে।

 

দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও এ নির্বাচনে অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল প্রার্থী না দেয়ায় নির্বাচনী প্রচারে কোনো উত্তাপ ছিল না। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এ সিটিতে ভোট কেন্দ্র এক হাজার ২৯৫টি ও ভোটকক্ষ ছয় হাজার ৪৮২টি। ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন ও নারী ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন। উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ডে ১৮টি ও সংরক্ষিত ওয়ার্ড ছয়টি। এসব ওয়ার্ডে ভোটার চার লাখ ৯৬ হাজার ৭৩৫ জন; পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন ও নারী দুই লাখ ৪২ হাজার ২৩৮ জন। ভোট কেন্দ্র ২৩৫টি ও ভোটকক্ষ এক হাজার ২৫২।