ভোটার দিবস কাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পহেলা মার্চ প্রথমবারের মতো দেশে পালন করা হবে জাতীয় ভোটার দিবস। এরই মধ্যে ‘ভোটার হব, ভোট দিব’ -এই শ্লোগানে দিবসটি পালন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল শুক্রবার বিকেল চারটায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভোটার দিবস উপলক্ষে ইসির আমন্ত্রণে নির্বাচন কমিশনের নিজস্ব অডিটোরিয়ামে বক্তব্য রাখবেন।
এতে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও দিবস পালন করতে এদিন সকালে রাজধানীর চীনমৈত্রী থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করার মধ্যে দিয়ে দিবসটির অনুষ্ঠানিক সূচনা করা হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ ) এসএস আসাদুজ্জামান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ভোটার দিবসটি পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করছে ইসি। এ উপলক্ষে নির্বাচন ভবন চলছে সাজসজ্জার কাজ। ভবনের চারপাশ সাজানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারদের ছবি দিয়ে।
এছাড়া ব্যানার-ফেস্টুনে বড় বড় করে ‘ভোটার হব ভোট দিব, ১ মার্চ ভোটার দিবস’ লেখা সম্বলিত নানা ব্যানার টানানো হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচির আয়োজনের কাজ চলছে।
এদিন বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা হবে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে।
