বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

পাঁচ মিনিটেই সেরে নিন মেকআপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দৈনন্দিন কর্মব্যস্ত নারীরা যদিও ততটা মেকআপের সুযোগ পায়না। এজন্য যত ঝটপট মেকআপ করে ঘর থেকে বের হওয়া সেই হ্যাকসগুলো খুঁজে থাকেন! দ্রুততার সঙ্গে যাতে আপনি মেকআপ শেষ করে ন্যাচারাল লুক পান এজন্য দেয়া হলো ঝটপটের মেকআপের টিপস-

বিবি ক্রিম
বিবি ক্রিম ত্বককে রোদের হাত থেকে বাঁচাবে, পাশাপাশি ফাউন্ডেশনের কাজও করবে। চটজলদি মেকআপে ফাউন্ডেশন বাদ দিয়ে বেছে নেয়া যেতে পারে এসপিএফ যুক্ত বিবি ক্রিম। পরিমাণমতো ক্রিম নিয়ে পুরো মুখে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে পুরো মুখে ছড়িয়ে দিতে হবে।

কন্সিলর
অসম গায়ের রং এবং ব্রণ বা দাগ লুকাতে কন্সিলর ব্যবহার জরুরি। ত্বকে কোনো ধরনের দাগ না থাকলে কন্সিলরের প্রয়োজন হয় না। চোখের নিচে, নাকের দু’পাশে, ব্রণ ও কালো দাগের উপর কন্সিলর লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড বা মিশিয়ে নিতে হবে।

ব্লাশন
বেইস মেইকআপ হয়ে যাওয়ার পর গালে হালকা ব্লাশ বুলিয়ে নেয়া যায়। গালের উঁচু অংশ বা ‘অ্যাপল’য়ে মানানসই রংয়ের ব্লাশ ব্যবহার করলেই ত্বকে আলাদা এক ধরনের আভা যুক্ত হবে। 

কাজল ও মাশকারা
সকালে ভারি করে চোখ সাজানোর সময় যদি না হয় তবে হালকা কাজল এবং চোখের পাপড়িতে মাস্কারা বুলিয়ে নিলেই চোখের সাজ হয়ে যাবে।

লিপস্টিক
ম্যাট লিপস্টিক লাগাতে সময় একটু বেশি লাগে। তাই তাড়াহুড়ার সময় ম্যাট লিপস্টিকের বদলে লিপগ্লস বেছে নেয়া যেতে পারে। গোলাপি বা পিচ রংয়ের বিভিন্ন শেড বা পছন্দ মতো অন্য যে কোনো রংয়ের লিপ গ্লোস ব্যবহার করে ঠোঁটের মেকআপ শেষ করা যায়।